Skip to content

Latest commit

 

History

History
351 lines (198 loc) · 17.1 KB

মার্কডাউন.md

File metadata and controls

351 lines (198 loc) · 17.1 KB

মার্কডাউন লেখার নিয়ম

নীম্নলিখিত নিয়মগুলি সাধারনভাবে একটি মার্কডাউন ফাইলে ব্যবহার করা হয়।



  • ১. সাধারন লেখা যেভাবে লেখা হয় :-

      নমষ্কার বিশ্ব
    

  • ২. এই ভাবে সবচেয়ে বড়ো হেডিঙটি লেখা হয় :-

    • ১. শব্দ বা বাক্যের সামনে # দিয়ে :

        # বড়ো হেডিং
      

      অথবা,

    • ২. শব্দ বা বাক্যের নীচে ========= চিহ্ন দিয়ে :

        বড়ো হেডিং
        =========
      

      ওপরের যেকোনো একটি নিয়মে লিখলে যেমনটা দেখাবে তা নীচে দেওয়া রইল ↓

      বড়ো হেডিং ←


  • ৩. এই ভাবে দ্বিতীয় বড়ো হেডিঙটি লেখা হয় :-

    • ১. শব্দ বা বাক্যের সামনে ## চিহ্ন দিয়ে :

        ## দ্বিতীয় বড়ো হেডিং
      

      অথবা,

    • ২. শব্দ বা বাক্যের নীচে --------------- চিহ্ন দিয়ে :

        দ্বিতীয় বড়ো হেডিং
        ---------------
      

      ওপরের যেকোনো একটি নিয়মে লিখলে যেমনটা দেখাবে তা নীচে দেওয়া রইল ↓

      দ্বিতীয় বড়ো হেডিং ←


  • ৪. তৃতীয় বড়ো হেডিঙটি লেখা হয় শব্দ বা বাক্যের সামনে ### চিহ্ন দিয়ে :-

      ### তৃতীয় বড়ো হেডিং
    

    ওপরের নিয়ম অনুযায়ী লিখলে যেমনটা দেখাবে তা নীচে দেওয়া রইল ↓

    তৃতীয় বড়ো হেডিং ←


  • ৫. সবচেয়ে ছোটো হেডিঙটি লেখা হয় শব্দ বা বাক্যের সামনে #### চিহ্ন দিয়ে :-

      #### চতূর্থ বড়ো হেডিং
    

    ওপরের নিয়ম অনুযায়ী লিখলে যেমনটা দেখাবে তা নীচে দেওয়া রইল ↓

    চতূর্থ বড়ো হেডিং ←


  • ৬. বাঁকানো শব্দ বা বাক্য যেভাবে লেখা হয় :-

    • ১. শব্দ বা বাক্যের আগে ও পরে _ চিহ্ন দিয়ে :

        _বাঁকানো লেখা_
      

      অথবা,

    • ২. শব্দ বা বাক্যের আগে ও পরে * চিহ্ন দিয়ে :

        *বাঁকানো লেখা*
      

      ওপরের যেকোনো একটি নিয়মে লিখলে যেমনটা দেখাবে তা নীচে দেওয়া রইল ↓

      বাঁকানো লেখা


  • ৭. কেটে দেওয়া শব্দ বাক্য লেখা হয় শব্দ বা বাক্যের আগে ও পরে ~~ চিহ্ন দিয়ে :-

      ~~কেটে দেওয়া বাক্য~~
    

    ওপরের নিয়মে লিখলে যেমনটা দেখাবে তা নীচে দেওয়া রইল ↓

    কেটে দেওয়া বাক্য


  • ৮. মোটা অক্ষরের শব্দ বা বাক্য লেখা হয় যেভাবে :-

    • ১. শব্দ বা বাক্যের আগে ও পরে __ চিহ্ন দিয়ে :

        __মোটা অক্ষরের বাক্য__
      

      অথবা,

    • ২. শব্দ বা বাক্যের আগে ও পরে ** চিহ্ন দিয়ে :

        **মোটা অক্ষরের বাক্য**
      

      ওপরের যেকোনো একটি নিয়মে লিখলে যেমনটা দেখাবে তা নীচে দেওয়া রইল ↓

      মোটা অক্ষরের বাক্য


  • ৯. বাঁকানো এবং মোটা অক্ষরের শব্দ বা বাক্য একসাথে যেভাবে লেখা হয় :-

    • ১. শব্দ বা বাক্যের আগে ও পরে ___ চিহ্ন দিয়ে :

        ___বাঁকানো মোটা অক্ষরের বাক্য___
      

      অথবা,

    • ২. শব্দ বা বাক্যের আগে ও পরে *** চিহ্ন দিয়ে :

        ***বাঁকানো মোটা অক্ষরের বাক্য***
      

      ওপরের যেকোনো একটি নিয়মে লিখলে যেমনটা দেখাবে তা নীচে দেওয়া রইল ↓

      বাঁকানো মোটা অক্ষরের বাক্য


  • ১০. একটি শব্দ বা বাক্যের মধ্যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয় যেভাবে :-

    • ১. সরাসরি ওয়েবসাইটের লিঙ্ক লিখে :

        https://www.google.com/
      

      বা,

    • ২. লিঙ্কের আগে < ও পরে > চিহ্ন দিয়ে :

        <https://www.google.com/>
      

      ওপরের যেকোনো একটি নিয়মে লিখলে যেমনটা দেখাবে তা নীচে দেওয়া রইল ↓

      https://www.google.com/

      অথবা,

    • ৩. কোনো শব্দ বা বাক্যের মধ্যে লিঙ্ক দিয়ে শব্দটিকে লিঙ্কে পরিনত করে, যেটি করা হয় [] চিহ্ন দুটির মধ্যে যে শব্দ বা বাক্যকে লিঙ্কে পরিনত করতে চান সেটিকে লিখে ও তারপর () চিহ্ন দুটির মধ্যে যে ওয়েবসাইটের লিঙ্ক দিতে চান সেটি লিখে :

        [গুগলে যান](https://www.google.com/ "এটি গুগলের লিঙ্ক")
      

      ওপরের নিয়মে লিখলে যেমনটা দেখাবে তা নীচে দেওয়া রইল ↓

      গুগলে যান

      দেখা যাচ্ছে যে লিঙ্কের পরে "" চিহ্নের মধ্যে একটি বাক্য লেখা আছে : "এটি গুগলের লিঙ্ক", এটি না লিখলেও কিছু হবেনা। কিন্তু এটি লিখলে যখন কেও লিঙ্কের উপরে মাউস নিয়ে আসবে (এক্ষেত্রে গুগলে যান) তখন লেখাটি দেখা যাবে।


  • ১১. একটি টেবিল বানানো হয় সারিগুলিকে | চিহ্ন দিয়ে বিভক্ত করে এবং স্তম্ভগুলিকে --- চিহ্ন দিয়ে বিভক্ত করে :-

      প্রথম হেডিং | দ্বিতীয় হেডিং
      --------- | -----------
      প্রথম তথ্য  |  প্রথম তথ্য
      দ্বিতীয় তথ্য |  দ্বিতীয় তথ্য
    

    ওপরের নিয়মে লিখলে যেমনটা দেখাবে তা নীচে দেওয়া রইল ↓

    প্রথম হেডিং দ্বিতীয় হেডিং
    প্রথম তথ্য প্রথম তথ্য
    দ্বিতীয় তথ্য দ্বিতীয় তথ্য

  • ১২. কোনো শব্দ বা বাক্যকে একটি আলাদা বাক্সে রাখা বা ওপরে ব্যবহৃত বিশেষ মার্কডাউনের চিহ্নগুলিকে (যেমন- ) ব্য়বহার করার জন্য সেই শব্দ বা বাক্যকে ` ও ` চিহ্নের মধ্যে রাখা হয় :-

      এই লেখাটি ব্যাকটিকের মধ্যে নেই, কিন্তু `এটি আছে`।
    

    ওপরের নিয়মে লিখলে যেমনটা দেখাবে তা নীচে দেওয়া রইল ↓

    এই লেখাটি ব্যাকটিকের মধ্যে নেই, কিন্তু এটি আছে। ←


  • ১৩. একটি প্রোগ্রামিং ল্যঙ্গুয়েজের উদাহরন যেভাবে লেখা হয় :-

    • ১. ``` চিহ্নের পরে প্রোগ্রামিং ল্যঙ্গুয়েজের নাম লিখে তার পরের সারি থেকে কোড লিখে এবং আবার ``` দিয়ে শেষ করে :

        ```C
            #include <stdio.h>
      
            int main()
            {
                printf("নমষ্কার, বিশ্ব! \n");
                return 0;
            }
        ```
      
    • 2. ~~~ চিহ্নের পরে প্রোগ্রামিং ল্যঙ্গুয়েজের নাম লিখে তার পরের সারি থেকে কোড লিখে এবং আবার ~~~ দিয়ে শেষ করে :

        ~~~C
            #include <stdio.h>
      
            int main()
            {
                printf("নমষ্কার, বিশ্ব! \n");
                return 0;
            }
        ~~~
      

    ওপরের যেকোনো একটি নিয়মে লিখলে যেমনটা দেখাবে তা নীচে দেওয়া রইল ↓

        #include <stdio.h>
    
        int main()
        {
            printf("নমষ্কার, বিশ্ব! \n");
            return 0;
        }

    এক্ষেত্রে উদাহরন হিসেবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে।


  • ১৪. লেখাতে বুলেট পয়েন্ট দেওয়া হয় লেখার সামনে - চিহ্ন দিয়ে :-

      - প্রথম প্রধান বুলেট পয়েন্ট
    
          - প্রথম সদস্য বুলেট পয়েন্ট
    
          - দ্বিতীয় সদস্য বুলেট পয়েন্ট
    
      - দ্বিতীয় প্রধান বুলেট পয়েন্ট
    
          - প্রথম সদস্য বুলেট পয়েন্ট
    
              - সদস্যের সদস্য
    

    ওপরের নিয়মে লিখলে যেমনটা দেখাবে তা নীচে দেওয়া রইল ↓

  • প্রথম প্রধান বুলেট পয়েন্ট ←

    • প্রথম সদস্য বুলেট পয়েন্ট

    • দ্বিতীয় সদস্য বুলেট পয়েন্ট

  • দ্বিতীয় প্রধান বুলেট পয়েন্ট

    • প্রথম সদস্য বুলেট পয়েন্ট

      • সদস্যের সদস্য

  • ১৫. চেকবক্স ব্যবহার করা হয় একটি শব্দ বা বাক্যের সামনে - [ ] চিহ্ন দিয়ে। - [ ] চিহ্ন দেওয়া হয় আনচেকের জন্য এবং - [x] চিহ্ন দেওয়া হয় চেকের জন্য :-

      - [ ] আনচেক
    
      - [x] চেক
    

    ওপরের নিয়মে লিখলে যেমনটা দেখাবে তা নীচে দেওয়া রইল ↓

    • আনচেক ←

    • চেক


  • ১৬. ব্লক-কুয়োট লেখা হয় শব্দ বা বাক্যের সামনে চিহ্ন দিয়ে :-

      > প্রথম প্রধান ব্লক-কুয়োট ও কিছু লেখা
      >>সদস্য ব্লক-কুয়োট
    
      > দ্বিতীয় প্রধান ব্লক-কুয়োট ও কিছু লেখা
    

    ওপরের নিয়মে লিখলে যেমনটা দেখাবে তা নীচে দেওয়া রইল ↓

    প্রথম প্রধান ব্লক-কুয়োট ও কিছু লেখা

    সদস্য ব্লক-কুয়োট

    দ্বিতীয় প্রধান ব্লক-কুয়োট ও কিছু লেখা


  • ১৭. একটি অনুভূমিক রেখা টানা হয় একটি আলাদা সারিতে - - - - চিহ্ন দিয়ে :-

      লেখার নীচে অনুভূমিক রেখা
    
      - - - -
    
      লেখার ওপরে অনুভূমিক রেখা
    

    ওপরের নিয়মে লিখলে যেমনটা দেখাবে তা নীচে দেওয়া রইল ↓

    লেখার নীচে অনুভূমিক রেখা ←


    লেখার ওপরে অনুভূমিক রেখা


  • ১৮. একটি মেনুর মতো কোনো কিছু লিখতে হলে কয়েকটি ট্যাগ ব্যাবহার করতে হয়। যেগুলি হলো <details>, <summary> এবং <p> । এগুলিকে যেভাবে ব্যবহার করা হয় :-

      <details>
          <summary> প্রথম মেনু </summary>
          <p> প্রথম মেনুর লেখা </p>
      </details>
    
      <details>
          <summary> দ্বিতীয় মেনু </summary>
          <p> দ্বিতীয় মেনুর লেখা ১ </p>
          <p> দ্বিতীয় মেনুর লেখা ২ </p>
      </details>
    

    ওপরের নিয়মে লিখলে যেমনটা দেখাবে তা নীচে দেওয়া রইল ↓

    প্রথম মেনু

    প্রথম মেনুর লেখা

    দ্বিতীয় মেনু

    দ্বিতীয় মেনুর লেখা ১

    দ্বিতীয় মেনুর লেখা ২


  • ১৯. মার্কডাউন ফাইলের মধ্যে একটি ছবি দেবার জন্য ১০ নং-এর ৩-য় নিয়ম অনুযায়ী লিখতে হবে। শুধু এক্ষেত্রে লিঙ্কটির জায়গায় সরাসরি একটি ছবির লিঙ্ক দিতে হবে :-

      ![কম্পিউটার প্রোগ্রামিং](https://user-images.githubusercontent.com/44164621/60680914-c8159f80-9eaa-11e9-952f-a79256548083.jpg "কম্পিউটার প্রোগ্রামিং-এর ছবি")
    

    ওপরের নিয়মে লিখলে যেমনটা দেখাবে তা নীচে দেওয়া রইল ↓

    কম্পিউটার প্রোগ্রামিং

    ওপরে লেখা "https://user-images.githubusercontent.com/44164621/60680914-c8159f80-9eaa-11e9-952f-a79256548083.jpg"-এই লিঙ্কটি একটি ছবির লিঙ্ক। এটিতে যেতে গেলে নীচের লিঙ্কটিতে ক্লিক করুন ↓

    https://user-images.githubusercontent.com/44164621/60680914-c8159f80-9eaa-11e9-952f-a79256548083.jpg